পড়াশোনা

ইস্পাত কি? ইস্পাতের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য

1 min read

ইস্পাত হচ্ছে লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের 0.2% থেকে 2.1% কার্বন থাকে।

 

ইস্পাতের শ্রেণিবিভাগ

ইস্পাতকে সাধারণ দুই ভাগে ভাগ করা যায়। যথা–

  • প্লেইন কার্বন স্টীল (Plain carbon steel)
  • অ্যালয় স্টীল (Alloy steel)

 

প্লেইন কার্বন স্টীলকে আবার নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–

  • মাইল্ড স্টীল (Mild steel)
  • মিডিয়াম কার্বন স্টীল (Medium carbon steel)
  • হাই কার্বন স্টীল (High carbon steel)
  • টুল স্টীল (Tool steel)

 

সংকর (Alloy) ইস্পাতকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–

  • কন্ট্রাকশনাল অ্যালয় স্টীল
  • করােশন ও হিট রেজিস্ট্যান্স অ্যালয় স্টীল
  • অ্যালয় টুল ও ডাই স্টীল
  • স্পেশাল স্টীল।

 

ইস্পাতের বৈশিষ্ট্য

অন্যান্য ধাতুর মত লোহাও ভূগর্ভে অক্সিজেন ও সালফারের সাথে যুক্ত অবস্থায় থাকে। ঢালাই লোহার গলনাংক ১৩৭০ ডিগ্রী সেলসিয়াস। ইস্পাতের ঘনত্ব মানের ওপর ভিত্তি করে প্রতি ঘনসেন্টিমিটার ৭.৭৫ থেকে ৮.০৫ গ্রাম পর্যন্ত হতে পারে।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ইস্পাত কি? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (33 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.