পড়াশোনা
1 min read

মূল্যবোধ কাকে বলে?

একজন ব্যক্তির বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতি স্থায়ীভাবে লালন করা হলো মূল্যবোধ। মূল্যবোধের বিষয়গুলো মানুষের মধ্যে ধীরে ধীরে স্থায়ীভাবে গড়ে ওঠে। এটি মানুষ স্থায়ীভাবে বিশ্বাস এবং সত্য বলে মনে করে। এজন্য মূল্যবোধকে মৌলিক ও স্থায়ী বিশ্বাস বলা হয়।

Rate this post