সূর্যের তাপে ভূ-পৃষ্ঠের অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। ক্ষুদ্র পানি কণা একত্র হয়ে মেঘের সৃষ্টি হয় এবং অনেকগুলো মেঘের পানি কণা একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে।
Offcanvas menu