অধ্যায়-৯ : তাপ ও তাপমাত্রা, সপ্তম শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন-১. তাপ কি?

উত্তর : তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়।

প্রশ্ন-২. তাপমাত্রা কি?

উত্তর : তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।

প্রশ্ন-৩. তাপ সঞ্চালন প্রক্রিয়া কত প্রকার?

উত্তর : তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার। যথাঃ– i. পরিবহন, ii. পরিচলন ও iii. বিকিরণ।

প্রশ্ন-৪. স্থিরাঙ্ক কাকে বলে?

উত্তর : তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারের আদর্শ মানকে স্থিরাঙ্ক বলে।

প্রশ্ন-৫. সেন্টিগ্রেড অর্থ কি?

উত্তর : Centi অর্থ একশত এবং Grade অর্থ, অর্থাৎ সেন্টিগ্রেড অর্থ একশত ভাগ।

প্রশ্ন-৬. নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে?

উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে।

প্রশ্ন-৭. ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?

উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টীম বিন্দু বলে।

প্রশ্ন-৮. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

উত্তর : সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০° সেলসিয়াস।

প্রশ্ন-৯. কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়?

উত্তর : বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।

 

 

প্রশ্ন-১০. তাপ সঞ্চালন প্রক্রিয়া বলতে কী বোঝ?

উত্তর : তাপ এক প্রকার শক্তি। তাপশক্তি সর্বদা বেশি তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে।

পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা কর।

উত্তর : নিচে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা উল্লেখ করা হলো—

পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। পারদ তাপ গ্রহণ করে তার বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। সেজন্য এ ধরনের থার্মোমিটার দ্রুত ও সঠিকভাবে তাপমাত্রা নির্দেশ করে। পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায়। পারদের এসব বৈশিষ্ট্যের কারণে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *