যেসব রোগ ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু দ্বারা সৃষ্টি হয় ও আক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়ে সেসব রোগকে সংক্রামক রোগ বলে। যেমন মাছের লেজ ও পাখনা পচা রোগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ।
সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো হলো–
i. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
ii. পুষ্টিকর খাবার খেতে হবে।
iii. প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।
iv. রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।