সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর : অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি (Macro economics) বলে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়গুলােকে খণ্ড খণ্ডভাবে ব্যাখ্যা না করে সামগ্রিকভাবে ব্যাখ্যা করলে তাকে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ বলে। যেমন— জাতীয় আয়, জাতীয় উৎপাদন, সামগ্রিক ভােগ, সামগ্রিক চাহিদা, সাধারণ দামস্তর, মােট যােগান, মােট বিনিয়ােগ ইত্যাদির আলােচনা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।