মৃৎ ক্ষার ধাতু কাকে বলে? মৃৎ ক্ষার ধাতু কয়টি ও কি কি?

admin
0 Min Read

উত্তর : পর্যায় সারণির গ্রুপ-২ এ অবস্থিত বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra) মৌলসমূহকে একত্রে মৃৎ ক্ষার ধাতু বলে। মৃৎ ক্ষার ধাতু মোট ৬টি। এদের ধর্ম অনেকটা ক্ষার ধাতুর মতোই। এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্ববহিঃস্থ শক্তিস্তরের ২ টি ইলেকট্রন অধাতুকে প্রদান করে আয়নিক যৌগ (লবণ) তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে।

Share this Article
Leave a comment
x