মোলার আয়তন কাকে বলে?

প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল পরিমাণ যে কোন গ্যাসের আয়তন 22.4 লিটার। এই আয়তনকে গ্যাসটির গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে।

অতএব, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল বা 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার, 1 মোল বা 44 গ্রাম CO2 গ্যাসের আয়তন 22.4 লিটার এবং 1 মোল বা 17 গ্রাম NH3 গ্যাসের আয়তন 22.4 লিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *