ঘূর্ণন বল কাকে বলে? কোন বিজ্ঞানী কিভাবে পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

admin
1 Min Read

স্ক্রুকে খোলার জন্য একটি মোচড় বল প্রয়োগ করলে ঘূর্ণন সৃষ্টি হয়। এরূপ বলকে ঘূর্ণন বল বলে। একে টর্ক বা বলের ভ্রামকও বলা হয়ে থাকে। একটি ডান হাতি স্ক্রুকে ঘূর্ণন বল প্রয়োগে ঘুরানো হলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, ঘূর্ণন বলটির দিক হবে সেদিকে। ঘূর্ণন বল একটি ভেক্টর রাশি। একে τ (টাউ) দ্বারা প্রকাশ করা হয়।

 

কোন বিজ্ঞানী কিভাবে পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

ইটালির বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। এজন্য সূত্রগুলোকে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র বলে। বিজ্ঞানী গ্যালিলিও একটি উঁচু স্থান থেকে একই সাথে একটি ভারী ও একটি হালকা বস্তুকে নীচে ফেলে দিয়ে প্রমাণ করেন যে, বস্তুদ্বয় প্রায় একই সময়ে মাটিতে পড়ে। এভাবে তিনি পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন।

Share this Article
Leave a comment
x