তুঁতে কি? তুঁতের ব্যবহার | তুঁতের সংকেত কি?

তুঁতে হচ্ছে কপার সালফেটের আর্দ্র কেলাস। এর সংকেত CuSO4.5H2O। এর বর্ণ নীল। প্রকৃতপক্ষে, আমরা বাজারে কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য যে নীল কিনি তাই তুঁতে। একে ব্লু ভিট্রিয়লও বলা হয়। CuSO4 এর জলীয় দ্রবণকে কেলাসনের মাধ্যমে তুঁতে প্রস্তুত করা হয়।

তুঁতের সংকেত কি?

তুঁতের সংকেত হলো : CuSO4·5H2O
তুঁতের ব্যবহার
১. কাঠ, চামড়া ও ফুল সংরক্ষণে ব্যবহার করা হয়।
২. রং শিল্পে ও ছাপার কাজে ব্যবহার করা হয়।
৩. কীটনাশক হিসেবে ফুল সংরক্ষণে ব্যবহার করা হয়।

এখানে যা শিখলাম–
তুঁতে কি?; তুঁতের সংকেত কি?; তুঁতের বর্ণ কি?; তুঁতের ব্যবহার; তুঁতের অপর নাম কি?; তুঁতে কীভাবে প্রস্তুত করা হয়?;

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তুঁতে কি? তুঁতের ব্যবহার | তুঁতের সংকেত কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।