তুঁতে কি? তুঁতের ব্যবহার

admin
1 Min Read

তুঁতে হচ্ছে কপার সালফেটের আর্দ্র কেলাস। এর সংকেত CuSO4.5H2O। এর বর্ণ নীল। প্রকৃতপক্ষে, আমরা বাজারে কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য যে নীল কিনি তাই তুঁতে। একে ব্লু ভিট্রিয়লও বলা হয়। CuSO4 এর জলীয় দ্রবণকে কেলাসনের মাধ্যমে তুঁতে প্রস্তুত করা হয়।

তুঁতের ব্যবহার
১. কাঠ, চামড়া ও ফুল সংরক্ষণে ব্যবহার করা হয়।
২. রং শিল্পে ও ছাপার কাজে ব্যবহার করা হয়।
৩. কীটনাশক হিসেবে ফুল সংরক্ষণে ব্যবহার করা হয়।

এখানে যা শিখলাম–
তুঁতে কি?; তুঁতের সংকেত কি?; তুঁতের বর্ণ কি?; তুঁতের ব্যবহার; তুঁতের অপর নাম কি?; তুঁতে কীভাবে প্রস্তুত করা হয়?;

Share this Article
Leave a comment
x