বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। অর্থাৎ ভর হচ্ছে এর জড়তার পরিমাপ। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। অন্যভাবে বলা যায়, যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ হ্রাস বা বৃদ্ধি করা কিংবা বেগের দিক পরিবর্তন করা তত কঠিন।
জড়তার প্রকারভেদ
জড়তা দুই প্রকার। যথা: ক. স্থিতি জড়তা এবং খ. গতি জড়তা।
ক. স্থিতি জড়তা : যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে।
উদাহরণ: থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে যায়। এটা স্থিতি জড়তার কারণে হয়।
খ. গতি জড়তা : যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে।
উদাহরণ: চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণেই।এখানে যা শিখলাম–
জড়তা কি বা কাকে বলে?; জড়তা কিসের উপর নির্ভর করে?; জড়তার পরিমাপ কি?; জড়তা কত প্রকার ও কি কি?; স্থিতি জড়তা কাকে বলে?; স্থিতি জড়তার উদাহরণ; গতি জড়তা কাকে বলে?; গতি জড়তার উদাহরণ।
উদাহরণ: থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে যায়। এটা স্থিতি জড়তার কারণে হয়।
খ. গতি জড়তা : যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে।
উদাহরণ: চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণেই।এখানে যা শিখলাম–
জড়তা কি বা কাকে বলে?; জড়তা কিসের উপর নির্ভর করে?; জড়তার পরিমাপ কি?; জড়তা কত প্রকার ও কি কি?; স্থিতি জড়তা কাকে বলে?; স্থিতি জড়তার উদাহরণ; গতি জড়তা কাকে বলে?; গতি জড়তার উদাহরণ।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “জড়তা কাকে বলে? জড়তা কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।