পড়াশোনা
1 min read

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? What is Client server network in Bangla?

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? (What is Client server network in Bengali/Bangla?)

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্ক, যেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এবং ডাটা সংরক্ষণের জন্য একটি শক্তিশালী কম্পিউটার বা সার্ভার থাকে এবং অন্য সব কম্পিউটার বা ক্লায়েন্ট এই সার্ভারের সাথে যুক্ত থাকে। এ নেটওয়ার্কে একটি কম্পিউটারে রিসাের্স থাকে, আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসাের্স ব্যবহার করে। যে কম্পিউটার রিসাের্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসাের্স শেয়ার করে তারা হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কের সমস্ত রিসাের্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে যায়। সব ইউজার একই সার্ভারে লগ-ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত হয়। ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ককে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য (Characteristics of Client server network)

 

  • ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক সহজে সম্প্রসারণযােগ্য।
  • দশজন ইউজার থেকে শুরু করে হাজার ব্যবহারকারীর জন্য এটি করা যেতে পারে।
  • এ ধরনের নেটওয়ার্কে সার্ভার থাকে।
  • সার্ভার কম্পিউটারের হার্ডওয়্যার সাধারণত উন্নতমানের হয় এবং এসব সার্ভার অন্যান্য কম্পিউটারের জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে।
  • ইউজার লেভেল একসেস কন্ট্রোল ব্যবহার করে বলে ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক বেশ সিকিউর।
  • নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর দিয়ে এ ধরনের নেটওয়ার্ক কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়।
  • এ ধরনের নেটওয়ার্কে ইউজারদেরকে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা লাগে না।
  • সেকারণে নেটওয়ার্ক ব্যবহারকারীদের দক্ষতা তেমন গুরুত্বপূর্ণ নয়।
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা (Necessity of Client server network)
  • শেয়ারিং এর মাধ্যমে Network এর সমস্ত কম্পিউটার একটি কেন্দ্রীয় জায়গা থেকে Data, Program ও Printer কে একসাথে সুষ্ঠুভাবে ব্যবহার করতে।
  • Network নিয়ন্ত্রণ বিশেষত Software রক্ষণাবেক্ষণের জন্য।
  • সুদৃঢ় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে।
  • অধিক সংখ্যক ব্যবহারকারীর সুরক্ষার নিশ্চিত করতে।
Rate this post