অষ্টম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া, অষ্টম শ্রেণির বিজ্ঞান
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. প্রতীক কাকে বলে?
উত্তর : কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলে।
প্রশ্ন-২. সংকেত কাকে বলে?
উত্তর : কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।
প্রশ্ন-৩. প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যেসব বিক্রিয়ার একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ঐ স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
প্রশ্ন-৪. যোজনী ককে বলে?
উত্তর : কোনো মৌলের একটি পরমাণু যে কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যকেই ঐ মৌলের যোজনী বলে।
প্রশ্ন-৫. খাবার সোডার সংকেত কী?
উত্তর : খাবার সোডার সংকেত হলো NaHCO3।
প্রশ্ন-৬. যৌগমূলক কী?
উত্তর : দুই বা ততোধিক মৌলের একধিক পরমাণু এক সাথ যুক্ত হয়ে যদি একটিমাত্র পরমাণুর মতো আচরণ করে তবে তাকে যৌগমূলক বলে।
প্রশ্ন-৭. পানির দুটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান?
উত্তর : পানির অণুর সংকেত H2O যাতে তিনটি পরমাণু বিদ্যমান। সুতরাং পানির ২টি অণুতে মোট ছয়টি পরমাণু বিদ্যমান।
প্রশ্ন-৮. ভিনেগারের সংকেত কী?
উত্তর : ভিনেগারের সংকেত CH3COOH.
প্রশ্ন-৯. অ্যালুমিনিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কোনটি?
উত্তর : অ্যালুমিনিয়াম ফসফেটের রসায়নিক সংকেত AlPO4।
প্রশ্ন-১০. সাইট্রিক এসিডের রাসায়নিক সংকেত লেখো?
উত্তর : সাইট্রিক এসিডের রাসায়নিক সংকেত C6H8O7।
প্রশ্ন-১১. আণবিক ভর কী?
উত্তর : আণবিক ভর হলো কোনো পদাথের একটি অণুর ভর।
প্রশ্ন-১২. ভিনেগার কী?
উত্তর : ইথনয়িক এসিডের (৬-১০)% জলীয় দ্রবণকে ভনেগার বলে।
প্রশ্ন-১৩. রাসায়নিক সমীকরণ কাকে বলে
উত্তর : কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক, সংকেত ও কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে।
প্রশ্ন-১৪. রাসায়নিক পরিবর্তন কী?
উত্তর : যে পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
প্রশ্ন-১৫. ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কোনটি?
উত্তর : ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত Ca3(PO4)2।
প্রশ্ন-১৬. এসিটিক এসিডের সংকেত লেখো।
উত্তর : এসিটিক এসিডের সংকেত হলো CH3COOH।
প্রশ্ন-১৭. তুঁতের সংকেত কী?
উত্তর : তুঁতের সংকেত CuSO.5H2O।
প্রশ্ন-১৮. পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনে উৎপন্ন গ্যাসের নাম কী?
প্রশ্ন-১৯. সংযোজন বিক্রিয়া কী?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়াতে একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তকে সংযোজন বিক্রিয়া বলে।
প্রশ্ন-২০. জিঙ্ক ও সালফারের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়?
উত্তর : জিঙ্ক ও সালফারের বিক্রিয়ায় জিঙ্ক সালফাইড উৎপন্ন হয়।