উদ্ভিদকোষ ও প্রাণিকোষের মধ্যে পার্থক্য কি?
উদ্ভিদকোষঃ
- উদ্ভিদকোষে সেলুলোজের তৈরি জড় কোষপ্রাচীর থাকে।
- উদ্ভিদকোষে প্লাস্টিড থাকে।
- উদ্ভিদকোষে বড় কোষগহ্বর থাকে।
- উদ্ভিদকোষে কোষগহ্বর বড় হওয়ায় নিউক্লিয়াস কোষের একদিকে অবস্থান করে।
- সাধারণত উদ্ভিদকোষে সেন্ট্রিওল থাকে না।
প্রাণিকোষঃ
- প্রাণিকোষে কোষপ্রাচীর থাকে না।
- প্রাণিকোষে প্লাস্টিড থাকে না।
- প্রাণিকোষে সাধারণত কোষগহ্বর থাকে না। আবার থাকলেও কোষগহ্বর খুব ছোট থাকে।
- প্রাণিকোষে কোষগহ্বর আকারে অত্যন্ত ছোট হওয়ায় নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে।
- প্রাণিকোষে সেন্ট্রিওল থাকে।