সহবাসী উদ্ভিদ কাকে বলে? পাতা কী কী কারণে রূপান্তরিত হয়?

সহবাসী উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যৌন প্রজননে দুটি বিপরীতধর্মী জনন কোষের মিলন ঘটে। এদের একটি পুংজনন কোষ ও অপরটি স্ত্রী জনন কোষ। যেসব উদ্ভিদে এ দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয় তাদেরকে সহবাসী উদ্ভিদ বলে।

পাতা কী কী কারণে রূপান্তরিত হয়?
উত্তরঃ বিশেষ বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। নিচে কারণগুলো দেওয়া হলো–

  • কোনো কিছুকে আঁকড়ে ধরতে।
  • খাদ্য সঞ্চয় করতে।
  • পতঙ্গ ফাঁদ তৈরি করতে।
  • প্রজননে অংশগ্রহণ করতে।
  • কণ্টকপত্র বা কাঁটায় রূপান্তরিত হতে।
  • কাক্ষিত মুকুলকে রক্ষা করতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *