|

যাকাতের নিসাব কাকে বলে? ব্যাখ্যা কর।

যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে যাকাতের নিসাব বলে।

সারাবছর জীবনযাত্রার প্রয়ােজনীয় ব্যয় নির্বাহের পর যদি বছর শেষে কমপক্ষে ৭×১/২ সাড়ে সাত তােলা সােনা অথবা কমপক্ষে ৫২×১/২ তােলা রুপা অথবা এ পরিমাণ মূল্যের সম্পদ থাকে তবে তার জন্য যাকাত আদায় করা ফরজ। এ পরিমাণ সম্পদে সােনা, রুপা বা সম্পদের মূল্যের ১/৪০ ভাগ যাকাত দিতে হবে। এটাই হচ্ছে যাকাতের নিসাব। এছাড়াও ফসল ও পশুর ওপর যাকাত ধার্য হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *