পড়াশোনা
1 min read

ওয়েবসাইট (Website) কাকে বলে? ওয়েবসাইট ব্যবহারের সুবিধা কি?

একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট (Website) বলে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যামাজন নামক কোম্পানির www.amazon.com ওয়েবসাইটটিতে কতগুলো ওয়েবপেজ যেমন- Home, About Us, Contact Us, Products, Services, FAQ’s এবং অন্যান্য বিভিন্ন পেজ রয়েছে যেগুলো লিংক দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত।

Ask.com এর সংজ্ঞানুসারে ওয়েবসাইট হলো- A website is a collection of related web pages and they contain text, images and other graphics that users can view.

ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলা হয়।

ওয়েবসাইট ব্যবহারের সুবিধা কি?

ওয়েবসাইট ব্যবহারের সুবিধাসমূহঃ

  • খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসার প্রসার করতে পারে।
  • যে কেউ যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময় দেখতে পারে।
  • নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়।
  • ওয়েবসাইটে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করাসহ আরও অনেক কাজ করা যায়।
  • ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য (যেমনঃ বিভিন্ন ছবি, অডিও, ভিডিও, পিডিএফ ফাইল) ডাউনলোড করা যায়।
  • সাধারণত প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা যায়।
  • বড় বড় কর্পোরেশন ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে তাদের ব্যবসায়িক লেনদেনের ও পরিচিতি লাভের জন্য ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।
Rate this post