তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহের একক কি?
তড়িৎ প্রবাহ হলো একটি তড়িৎ পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধান বা চার্জের পরিমাণ। অর্থাৎ কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সময়ে Q পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ I হবে,
তড়িৎ প্রবাহ দুই রকম – এসি এবং ডিসি প্রবাহ। তড়িৎ প্রবাহের এস আই (SI) একক হল অ্যাম্পিয়ার (A)। এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব আধানের চলাচল। তড়িৎ প্রবাহ অ্যামিটার দারা পরিমাপ করা হয়।