যে প্রক্রিয়ায় mRNA অণুতে অবস্থিত বেসের অনুক্রম অ্যামিনো এসিডের অনুক্রমে রূপান্তরিত হয়ে একটি প্রোটিন শৃঙ্খল গঠন করে তাকে ট্রান্সলেশন বলে। এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের tRNA অণুর প্রয়োজন হয়। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইটোপ্লাজমে আগত mRNA অণু রাইবোজোমের সঙ্গে যুক্ত হলে তখন এ প্রক্রিয়া সংঘটিত হয়।
উদ্ভিদকোষে কোষ প্রাচীরের গুরুত্ব লেখো।
উদ্ভিদের কোষ প্রাচীর জড় প্রকৃতির। এটি প্রধানত সেলুলোজ, পেক্টোজ, লিগনিন, সুবেরিন ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় উপাদানে গঠিত বলে উদ্ভিদকোষ শক্ত বা দৃঢ় হয়। এ কোষ প্রাচীর উদ্ভিদকোষকে আকৃতি দেয়, দৃঢ়তা দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষের ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। তাই উদ্ভিদকোষের জন্য কোষ প্রাচীর গুরুত্বপূর্ণ।