গড় ব্যবধান কাকে বলে? গড় ব্যবধানের ব্যবহার।

কোনো উপাত্তের মানগুলি হতে তাদের কেন্দ্রমানের (গড় বা মধ্যমা বা প্রচুরক) ব্যবধানের পরমমানের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ঐ কেন্দ্র মান হতে মাপা গড় ব্যবধান (Mean Deviation) বলে।

গড় ব্যবধানের ব্যবহার (Uses of Mean Deviation)

পরিসংখ্যানে ও ব্যবহারিক জীবনে গড় ব্যবধানের ব্যবহার সীমিত। নিচে গড় ব্যবধানের কতিপয় ব্যবহার উল্লেখ করা হলো।
১. কোনো উপাত্তের মানগুলির পরিবর্তনশীলতা খুব বেশি হলে গড় ব্যবধানকে বিস্তার পরিমাপ হিসাবে সফলভাবে ব্যবহার করা যায়।
২. অর্থনৈতিক ও বাণিজ্যিক পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
৩. এটি সহজ বোধ্য হওয়ায় সমাজ বিজ্ঞানে এটির ব্যবহার বেশি পরিলক্ষিত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *