ইন্টারফেস কাকে বলে? ইন্টারফেসের কাজ কি? What is Interface?

 কম্পিউটারের সাথে ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর সংযোগের প্রক্রিয়াকে ইন্টারফেস (Interface) বলে। সাধারণত ইন্টারফেস হলো এক ধরনের লজিক সার্কিট যা কোন ডিজিটাল ব্যবস্থায় ইনপুট ও আউটপুট অংশের সাথে যুক্ত থাকে। কয়েকটি ইন্টারফেসের নাম নিচে দেয়া হলো:

১. প্যারালাল ইন্টারফেস (Parallel Interface)
২. সিরিয়াল ইন্টারফেস (Serial Interface)
৩. স্ক্যাজি ইন্টারফেস (SCSI Interface)
৪. ফায়ারওয়্যার ইন্টারফেস (Fireware Interface)

৫. ইউএসবি বা ইউনিভার্সেল সিরিয়াল বাস ইন্টারফেস (USB or Universal Serila Bus Interface)

ইন্টারফেসের কাজ

  • ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা পাঠানো ও সিপিইউ থেকে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানো কাজ নিয়ন্ত্রণ করে।
  • সিপিইউ এর গতির সাথে ইনপুট ও আউটপুটের গতিকে সমন্বয় করে।
  • ইন্টারফেস সব পেরিফেরাল ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে।
  • বাহির হতে অনাহুত কোন ডেটার প্রবেশ ও নির্গমন রোধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *