কম্পিউটারের সাথে ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর সংযোগের প্রক্রিয়াকে ইন্টারফেস (Interface) বলে। সাধারণত ইন্টারফেস হলো এক ধরনের লজিক সার্কিট যা কোন ডিজিটাল ব্যবস্থায় ইনপুট ও আউটপুট অংশের সাথে যুক্ত থাকে। কয়েকটি ইন্টারফেসের নাম নিচে দেয়া হলো:
১. প্যারালাল ইন্টারফেস (Parallel Interface)
২. সিরিয়াল ইন্টারফেস (Serial Interface)
৩. স্ক্যাজি ইন্টারফেস (SCSI Interface)
৪. ফায়ারওয়্যার ইন্টারফেস (Fireware Interface)
- ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা পাঠানো ও সিপিইউ থেকে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানো কাজ নিয়ন্ত্রণ করে।
- সিপিইউ এর গতির সাথে ইনপুট ও আউটপুটের গতিকে সমন্বয় করে।
- ইন্টারফেস সব পেরিফেরাল ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে।
- বাহির হতে অনাহুত কোন ডেটার প্রবেশ ও নির্গমন রোধ করে।