পড়াশোনা

ত্বরণ কি? ত্বরণ কোন ধরনের রাশি? ত্বরণের মাত্রা এবং একক কি?

1 min read

ত্বরণ কি? (What is Acceleration in Bengali/Bangla?)

ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণকে সাধারণত f দ্বারা সূচিত করা হয়। বেগের পরিমাণ ও দিক আছে। সুতরাং ত্বরণেরও পরিমাণ ও দিক আছে। অতএব, ত্বরণ একটি ভেক্টর রাশি।

ত্বরণের মাত্রা হলো LT−2 এবং একক হলো ms−2

 

ত্বরণ এর প্রকারভেদ (Types of Acceleration)

ত্বরণ দু’রকমের হতে পারে, যথা– সুষম ত্বরণ ও অসম ত্বরণ। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। আর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলা হয়। সুষম ত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। যদি একটি বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় ৯.৭৮০৩৯ ms−2 অর্থাৎ, বস্তুটি যখন ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে ৯.৭৮০৩৯ ms−2 করে বাড়তে থাকে।

আর আমরা সাধারণভাবে যে সকল চলমান বস্তু দেখি, যেমন গাড়ি, সাইকেল, রিক্সা ইত্যাদির ত্বরণ হয় অসম। 

সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি?

কোনো ভেক্টরের মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর পরিবর্তিত হয়। বেগ হচ্ছে ভেক্টর রাশি। সুতরাং মান পরিবর্তন না হলেও দিকের পরিবর্তনে বেগ পরিবর্তিত হবে। সমদ্রুতিতে সরল পথে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে এর গতির বেগ ও দিক উভয়ই ধ্রুব থাকে বিধায় এর কোনো ত্বরণ ঘটে না। কিন্তু সমদ্রুতিতে বৃত্তপথে বা বক্রপথে চলার সময় বেগের মান পরিবর্তিত না হলেও দিকের পরিবর্তন হয়। আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সুতরাং আমরা বলতে পারি, সরলপথে সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর ত্বরণ না থাকলেও বক্রপথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x