আইনসভা কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

উত্তর : আইনসভা তথা জাতীয় সংসদ শাসন বিভাগকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। বস্তুত মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি ও সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ শাসনবিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা যাবতীয় নীতি ও কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন। আবার মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙে যায়।

 

Also Read: ট্রাফিক কাকে বলে? ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?