মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে জানতে পারবেন:
মেট্রোরেল তথা বাংলাদেশের রাজধানীর ( ঢাকা) অঞ্চলের দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। বাংলাদেশের রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৩ সালের দিকে মেট্রোরেল স্থাপন করার পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা নাম হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মেট্রোরেল এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন। আজ আমরা এই পোস্ট থেকে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানবো ও নিম্নে মেট্রোরেল সম্পর্কে অনুচ্ছেদ উপস্থাপন করা হয়েছে।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান নিম্নে উপস্থাপন করা হলো:
(১) মেট্রোরেলের দৈর্ঘ্য কত কিলোমিটার/
উওর: ২১.২৬ কিলোমিটার
(২) মেট্রোরেলে কতটি স্টেশন রয়েছে?
উওর: ১৭ টি ( পূর্বে ১৬টি পরিকল্পনা অনুযায়ী – ১ দশমিক ৭ কিলোমিটার মিটার যোগ করার পর এটি ১৭টি স্টেশনে উন্নিত হয়েছে।
(৩) মেট্রোরেল কত তারিখে চালু হয়?
উওর: মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়। তবে মেট্রোরেল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জানুয়ারি ২০২৩ সালে।
(৪) মেট্রোরেলের অফিশিয়াল ওয়েবসাইটের নাম কী?
উওর: www.dmtcl.gov.bd
(৫) মেট্রোরেল উদ্বোধন কত তারিখে করা হয়?
উওর: ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে।
(৬) ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উওর: ২০ দশমিক ১০ কিলোমিটার।
(৭) মেট্রোরেল কোথায় থেকে কোথায় যাবে?
উওর: উওরা থেকে মতিঝিল
(৮) মেট্রোরেলের স্টেশন সংখ্যা উওর: ১৬টি
(৯) মেট্রোরেলের প্রথম নারী চালক নাম কী?
উওর: মরিয়ম আফিজা মেট্রোরেলের প্রথম নারী চালক।
(১০) মেট্রোরেল প্রকল্প পরিচালক এর নাম কী?
উওর: মেট্রোরেল প্রকল্প পরিচালকের নাম আফতাব উদ্দিন
(১১) মেট্রোরেল কত কিলোমিটার পর্যন্ত চলবে?
উওর: ২১ দশমিক ২৬ কিলোমিটার।
(১২) মেট্রোরেল প্রতি ঘন্টায় কত যাএীসংখ্যা বহন করতে পারে?
উওর: ৬০,০০০/ ৬০ হাজার
(১৩) মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে কে?
উওর: বাংলাদেশ সরকার ও জাইকা।
(১৪) মেট্রোরেল এর পরামর্শক এর নাম কী?
উওর: দিল্লি মেট্রোরেল কর্পোরেশন মেট্রোরেল এর পরামর্শক এর নাম
(১৫) মেট্রোরেল এর অফিশিয়াল এর নাম কী?
উওর : Mass Rapid Transit (MRT) Line -6
(১৬) মেট্রোরেল বাস্তবায়ন করার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন?
উওর: মেট্রোরেল বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করবেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
(১৭) মেট্রোরেল এর নির্মাণ কাজ কত তারিখে উদ্ভোদন করা হয়?
উওর: ২০১৬ সালের ২৬ জুন তারিখে মেট্রোরেল এর নির্মাণ কাজ উদ্ভোদন করা হয়।
(১৮) মেট্রোরেল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উওর: ঢাকা, বাংলাদেশ
(১৯) মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া কত?
উওর: মেট্রোরেলের ভাড়া হলো ২০ টাকা তা হলো সর্বনিম্ন আর ভাড়া ১০০ তা হলো সর্বোচ্চ ভাড়া।
শেষকথা
মেট্রোরেল হওয়াতে ঢাকা মহানগরী অনেকটা যানজট মুক্ত হচ্ছে। বর্তমানে মেট্রোরেল আমাদের সামনে দৃশ্যমান। মেট্রোরেল এ যেমন আমাদের সময় বাঁচবে তেমনি মেট্রোরেল আমাদের ঢাকা মহানগরীতে জ্যাম কমাবে। মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান।