আলফানিউমেরিক ও বিসিডি কোড কাকে বলে?
আলফানিউমেরিক কোড : যে কোডিং পদ্ধতিতে সংখ্যা এবং অক্ষর উভয়ই এক সাথে ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে। যেমন- কোনো একজন ছাত্রের ক্লাস নবম শ্রেণি, সেকসন B, রােল নম্বর- 15 কে 9B15 দ্বারা বােঝানো যায়। এক্ষেত্রে সুবিধা হলো সংখ্যা ও অক্ষর একই সাথে ব্যবহার করে অনেক বড় তথ্য ছােট কোডের মাধ্যমে প্রকাশ করা যায়।
BCD কোড : দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে BCD (binary coded decimal) কোড বলে।