সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?

যে বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় তাকে সমীকরণিক কোষ বিভাজন বলে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের মতো হয়। মাইটোসিস বিভাজন এরূপ প্রকৃতির বলে মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *