কম্পিউটার মেমোরি প্রশ্ন ও উত্তর (Computer Memory Question and Answer)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question & Answer)
প্রশ্ন-১. কম্পিউটার মেমোরি কী? (What is Computer memory?)
উত্তরঃ উপাত্ত ও তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম, ধারক বা ভাণ্ডারকে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বলা হয়।
প্রশ্ন-২. ক্যাশ স্মৃতি কী? (What is Cache Memory?)
উত্তরঃ কাজের দ্রুততা আনয়নের লক্ষ্যে প্রসেসর ও প্রধান স্মৃতির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ সৃতি বলা হয়। এর সংযোগ সময় খুব কম। এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি।
প্রশ্ন-৩. রম স্মৃতি কী? (What is ROM?)
উত্তরঃ প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধবংসাত্মক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না।
প্রশ্ন-৪. র্যাম কী? (What is RAM?)
উত্তরঃ মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে স্মৃতিকে র্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।
প্রশ্ন-৫. প্রাইমারি মেমোরি কী? (What is Primary Memory?)
উত্তরঃ যে মেমোরি সিপিইউ-এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত মেমোরিকে প্রধান মেমোরি (Main Memory) বলা হয়।
প্রশ্ন-৬. স্ট্যাটিক র্যাম কী?
উত্তরঃ সাধারণত টিটিএল বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে এ ধরনের র্যাম তৈরি করা হয়।
প্রশ্ন-৭. ভার্চুয়াল মেমোরি কী? (What is Virtual memory?)
উত্তরঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেকেন্ডারি মেমোরি হার্ডডিস্কের কিছু স্পেসকে ফিজিক্যাল মেমোরি হিসাবে ব্যবহার করা যায়। একে ভার্চুয়াল মেমোরি বলা হয়।
প্রশ্ন-৮. স্মৃতিকোষ কী?
উত্তরঃ মেমোরির প্রতিটি সুনির্দিষ্ট স্থানকে মেমোরি সেল বা স্মৃতিকোষ বলে। লক্ষ লক্ষ স্মৃতিকোষ দিয়ে স্মৃতি গঠিত।
প্রশ্ন-৯. স্মৃতি ঠিকানা কী? (What is Memory address?)
উত্তরঃ প্রতিটি কম্পিউটার শব্দ বা বাইটকে স্মৃতি অংশে রাখার জন্য একটি করে স্মৃতিস্থান ব্যবহার করা হয়। স্মৃতিস্থানগুলোকে নির্দিষ্ট করার জন্য পৃথক পৃথক ঠিকানা নির্ণায়ক সংখ্যা ব্যবহার করা হয়; এই সংখ্যাকে স্মৃতিস্থানের ঠিকানা বলা হয়।
প্রশ্ন-১০. র্যান্ডম অ্যাকসেস কী? (What is Random Access?)
উত্তরঃ যদি কােন মেমোরি অবস্থানের বিট বা শব্দকে একবারেই অ্যাকসেস করা যায় তবে তাকে বলে র্যান্ডম অ্যাকসেস।
প্রশ্ন-১১. অ্যাকসেস সময় কী? (What is Access Time?)
উত্তরঃ প্রধান মেমোরির অ্যাকসেস সময় হলো মেমোরির উপযুক্ত অ্যাড্রেস করা ও তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মােট সময়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (Multiple Choice Question & Answer)
প্রশ্ন-১. অর্ধপরিবাহী মেমোরির অ্যাকসেস কোন ধরনের?
ক. র্যান্ডম অ্যাকসেস
খ. সিকোয়েন্সিয়াল অ্যাকসেস
গ. সিরিয়াল অ্যাকসেস
ঘ. বৃত্তীয় অ্যাকসেস
উত্তরঃ সিরিয়াল অ্যাকসেস।
প্রশ্ন-২. সর্বাধিক জনপ্রিয় মেমোরি কোনটি?
ক. অর্ধপরিবাহী
খ. ম্যাগনেটিক বাবল
গ. চৌম্বক কোর
ঘ. পাতলা পর্দা
উত্তরঃ চৌম্বক কোর।
প্রশ্ন-৩. নিচের কোনটি ক্যাশ মেমোরি হিসেবে বহুল ব্যবহৃত হয়?
ক. রেজিস্টার
খ. চৌম্বক কোর
গ. ম্যাগনেটিক বাবল
ঘ. পাতলা পর্দা মেমরি
উত্তরঃ ম্যাগনেটিক বাবল।
প্রশ্ন-৪. ক্যাশ মেমোরি হিসাবে কোনটি বেশি ব্যবহৃত হচ্ছে?
ক. রেজিস্টার
খ. হাফ-অ্যাডার
গ. ফুল অ্যাডার
ঘ. সেমিকন্ডাকটর
উত্তরঃ রেজিস্টার।