Class 8 Chapter 1 Paribesh Bigyan (পরিবেশ বিজ্ঞান) Question & Answer in Bengali
প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভারসাম্য, অষ্টম শ্রেণির পরিবেশ বিজ্ঞান
Q1 : বাস্তুবিদ্যা বা ইকোলজি কি? (What is Ecology in Bengali?)
Ans : বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পরিবেশের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে সাধারণভাবে বাস্তুবিদ্যা বা ইকোলজি (Ecology) বলা হয়।
Q2 : গঠনগতভাবে বাস্তুতন্ত্রের মূল উপাদানগুলোকে কত ভাগে ভাগ করা যায়?
Ans : গঠনগতভাবে বাস্তুতন্ত্রের মূল উপাদানগুলোকে দুভাগে ভাগ করা যায়- জড় উপাদান এবং সজীব উপাদান।