কোনো ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগ প্রতি সেকেন্ডে যে হারে বৃদ্ধি পায়, তাকে কৌণিক ত্বরণ (Angular acceleration) বলে। এটি একটি ভেক্টর রাশি। এর একক rads-2 এবং একে গ্রীক বর্ণ আলফা (α) দ্বারা প্রকাশ করা হয়।
কৌণিক ত্বরণের মাত্রা : [ α ] = [ω/T] = [ T-1/T] = [T-2]
গড় কৌণিক ত্বরণ (Average Angular Acceleration) কাকে বলে?
যে কোন সময় ব্যবধানে কোন বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে উক্ত বস্তুর গড় কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণ এর এস আই একক হল radsrads-2 এবং মাত্রা T-2।
তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কাকে বলে?
সময় ব্যবধান শূণ্যের কাছাকাছি হলে কোন বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে উক্ত বস্তুর তাৎক্ষণিক কৌণিক ত্বরণ (instantaneous angular acceleration) বলে। তাৎক্ষণিক কৌণিক ত্বরণকে কোন বস্তুকণার প্রকৃত কৌণিক ত্বরণ বলে।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। কোনো বস্তুর কৌণিক ত্বরণ 5rads-2 বলতে কী বুঝ?
উত্তর : কোনো বস্তুর কৌণিক ত্বরণ 5rads-2 বলতে বুঝায়, এর কোণিক বেগ প্রতি সেকেন্ডে 5rads-1 পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।