Modal Ad Example
পড়াশোনা

কোষ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Cell related question and answer)

1 min read

প্রশ্ন-১। কোষ কি?
উত্তরঃ কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। অধিকাংশ জীবের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই তাদেরকে আদিকোষ (Prokaryotic cell) এবং যেসব কোষে এগুলো রয়েছে তাদের প্রকৃত কোষ (Eukaryotic cell) বলে।

প্রশ্ন-২। কোষরস কাকে বলে?
উত্তরঃ কোষস্থিত পানি ও দ্রবীভূত খনিজ লবণকে একসাথে কোষরস বলে।

প্রশ্ন-৩। কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)।

প্রশ্ন-৪। সেল শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ সেল শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক।

প্রশ্ন-৫। সেল শব্দটির অর্থ কি?
উত্তরঃ লাতিন সেল শব্দটি সেলুলা থেকে এসেছে, যার অর্থ একটি ছোট্ট কক্ষ।

প্রশ্ন-৬। রবার্ট হুক কোষের নাম সেল দেন কেন ?
উত্তরঃ রবার্ট হুক কোষের সাথে ধর্মীয় সাধু-সন্ন্যাসীদের ঘরের তুলনা করেছিলেন। এ থেকেই জীবের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যকরী এককের নাম দিয়ে দেন সেল।

প্রশ্ন-৭। কোষ তত্ত্ব কাকে বলে?
উত্তরঃ কোষের গঠন ও কাজের উপর ভিত্তি করে কোষ সম্বন্ধে যে মতবাদ বা তত্ত্ব তৈরী হয়, তাকে কোষ তত্ত্ব বলে।

প্রশ্ন-৮। কে কে কোষ তত্ত্ব আবিষ্কার করেন?
উত্তরঃ ১৮৩৯ সালে বিজ্ঞানী Matthias Jakob Schleiden এবং Theodor Schwann কোষ তত্ত্ব আবিষ্কার করেন।

প্রশ্ন-৯। নিউক্লিয়াসের ধরনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার ও কী কী?
উত্তরঃ নিউক্লিয়াসের ধরনের উপর ভিত্তি করে কোষ প্রধানত দুই প্রকার: আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ অনেকটা স্বাধীন, কিন্তু প্রকৃত কোষ বহুকোষী জীবের মধ্যে থেকে অন্যের সাথে মিলে কাজ করে।

প্রশ্ন-১০। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে?
উত্তরঃ সুগঠিত নিউক্লিয়াস বিহীন এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষকে প্রোক্যারিওটিক কোষ বলে। যেমন- নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা।

প্রশ্ন-১১। ইউক্যারিওটিক কোষ কাকে বলে?
উত্তরঃ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং পর্দাঘেরা কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষকে ইউক্যারিওটিক কোষ বলে।

প্রশ্ন-১২। মেসোক্যারিওটিক কোষ কাকে বলে?
উত্তরঃ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং উভয় কোষের বৈশিষ্ট্য সম্পন্ন কোষকে মেসোক্যারিওটিক কোষ বলে। উদাহরণ পিরিডিনিয়াম, জিমনোডিনিয়াম।

প্রশ্ন-১৩। কোন ধরনের কোষ সাধারণত মৃত হয়?
উত্তরঃ যেসব কোষে কোষকেন্দ্র থাকে না, সেগুলি সাধারণত মৃত হয়। যেমন- উদ্ভিদের জাইলেম কলার কোষসমূহ।

প্রশ্ন-১৪। কিভাবে কোষের জন্য ব্যবহারোপযোগী শক্তি নির্গত হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়নের ভেতরে কোষীয় শ্বসন প্রক্রিয়ার কিছু বিক্রিয়া সংঘটিত হয়, আর এর ফলেই কোষের জন্য ব্যবহারোপযোগী শক্তি নির্গত হয়।

প্রশ্ন-১৫। কিসের উপর ভিত্তি করে আদি কোষের সাথে প্রকৃত কোষের পার্থক্য করা হয়?
উত্তরঃ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আদি কোষের সাথে প্রকৃত কোষের পার্থক্য করা হয়। বিশেষত নিউক্লীয় ঝিল্লি আছে কি নেই, তার উপর ভিত্তি করে।

শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ কত প্রকার?
উত্তরঃ শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। যথা : ১। দেহ কোষ (Somatic cell), ২। জনন কোষ (Reproductive cell)।

নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার?
উত্তরঃ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। যথা: ১। আদি কোষ (Prokaryotic cell), ২। প্রকৃত কোষ (Eukaryotic cell)।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১। জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?

ক) কোষ

খ) টিস্যু

গ) নিউক্লিয়াস

ঘ) নিউক্লিওলাস

সঠিক উত্তর : ক

২। কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত- উক্তিটি কার?

ক) লোয়ী ও সিকেভিজ

খ) ওয়াটসন ও ক্রীক

গ) বেনথম ও হুকার

ঘ) ডাল্টন ও নিউটন

সঠিক উত্তর : ক

৩। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

ক) ১৯৫৬ সালে

খ) ১৯৬৫ সালে

গ) ১৬৬৫ সালে

ঘ) ১৭৬৫ সালে

সঠিক উত্তর : গ

৪। লোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন?

ক) ১৮৬৯

খ) ১৮৮৯

গ) ১৯৬৯

ঘ) ১৯৮৯

সঠিক উত্তর : গ

৫। আদিকোষে পাওয়া যায় কোনটি?

ক) মাইটোকন্ড্রিয়া

খ) প্লাস্টিড

গ) রেটিকুলাম

ঘ) রাইবোজোম

সঠিক উত্তর : ঘ

৬। নিচের কোন জীবটিতে আদিকোষ রয়েছে?

ক) শৈবাল

খ) ব্যাকটেরিয়া

গ) অ্যামিবা

ঘ) ব্যাঙ

সঠিক উত্তর : খ

৭। অধিকাংশ জীবকোষ কী ধরনের হয়?

ক) আদিকোষী

খ) প্লাস্টিডবিহীন

গ) নিউক্লিয়ার পর্দাবেষ্টিত

ঘ) প্রকৃতকোষ

সঠিক উত্তর : ঘ

৮। প্রোক্যারিওটিক কোষে নিচের কোন উপাদানটি রয়েছে?

ক) প্লাস্টিড

খ) মাইটোকন্ড্রিয়া

গ) রাইবোসোম

ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

সঠিক উত্তর : ঘ

৯। নিচের কোন জীবটির নিউক্লিয়াস সুগঠিত?

ক) কলেরার ব্যাকটেরিয়া

খ) ফায ভাইরাস

গ) রুবিওলা ভাইরাস

ঘ) অ্যামিবা

সঠিক উত্তর : ঘ

১০। কাজের ভিত্তিতে প্রকৃতকোষ কত প্রকার?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

সঠিক উত্তর : ক

১১। জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয় কোন কোষ?

ক) দেহ কোষ

খ) জনন কোষ

গ) জাইগোট

ঘ) শুক্রাণু

সঠিক উত্তর : ক

১২। দেহকোষে ক্রোমোজোম সংখ্যা জননকোষের কত গুণ?

ক) অর্ধেক

খ) সমান

গ) দ্বিগুণ

ঘ) চার গুণ

সঠিক উত্তর : গ

১৩। মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে যে প্রথম কোষ গঠন করে তার নাম কী?

ক) আদিকোষ

খ) জননকোষ

গ) জাইগোট

ঘ) জনন মাতৃকোষ

সঠিক উত্তর : গ

5/5 - (26 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x