Modal Ad Example
পড়াশোনা

হার্ড ডিস্ক (Hard disk) এর বৈশিষ্ট্য ও অসুবিধা কি?

1 min read

হার্ড ডিস্কের বৈশিষ্ট্য

  •  এর ধারণক্ষমতা বেশি।
  •  এটি অনেক মজবুত ও টেকসই।
  •  এটি কম্পিউটারের হার্ডওয়্যারে সুরক্ষিত অবস্থায় থাকে বিধায় নষ্ট হওয়ার আশঙ্কা কম।
  •  এটি একটি দ্রুতগতিসম্পন্ন স্টোরেজ ডিভাইস।
  •  হার্ড ডিস্ক কম্পিউটারের মধ্যে থাকে।
  •  এর এক্সেস টাইম ফ্লপি ডিস্কের চেয়ে অনেক কম।
  •  এটি তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ফ্লপি ডিস্কের তুলনায় অনেক নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী।
  •  এর মধ্যে বেশিদিন তথ্য জমা রাখা যায়।
  •  সামান্য তাপ ও আর্দ্রতায় হার্ড ডিস্ক নষ্ট হয় না।

হার্ড ডিস্কের অসুবিধা

  •  এটি অনেক দামি।
  •  এটি একবার নষ্ট হলে মেরামত করা খুবই কষ্টসাধ্য।
  •  এটি ফ্লপি ডিস্কের মতো যখন-তখন ড্রাইভ থেকে খোলা যায় না।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x