রিকেটস কি? What is Rickets in Bangla?

রিকেটস ভিটামিন ‘ডি’ এর অভাবজনিত একটি রোগ, যাতে দেহের হাড় দুর্বল হয়ে যায়, গাঁট ফুলে যায়, পায়ের হাড় বেঁকে যায় ও সরু হাড় ভাঁজ খেয়ে যায়।

রিকেটস রোগের লক্ষণসমূহ হলো—

 

  • ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি-ব্যাহত হয়।
  • পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায়।
  • হাত-পায়ের অস্থিসন্ধি বা গিট ফুলে যায়।
  • বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়।

 

বয়স্কদের রিকটেস অস্টিওম্যালেশিয়া নামে পরিচিত। এই রোগের লক্ষণগুলো নিম্নরূপ–

 

  • ভিটামিন ‘ডি’ এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে।
  • ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে।
  • থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে।
  • অস্থি দূর্বল হয়ে কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *