পড়াশোনা

বিন্যাস ও সমাবেশ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা

1 min read

বিন্যাস : কয়েকটি বস্তুর কতকগুলি বা সবগুলি নিয়ে বিভিন্ন রকমে সাজালে প্রত্যেক রকমের সাজানোকে এক একটি বিন্যাস বলে।

সমাবেশ : কয়েকটি বস্তুর কতকগুলি বা সবগুলি একত্রে যত প্রকারে বেছে নেওয়া যায় বা দল (এক দলের বস্তুগুলি ক্রম নিরপেক্ষভাবে) গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে।

উদাহরণ :

মনে করি, তিনটি বিভিন্ন অক্ষর a, b, c দেওয়া আছে। এদের দুইটিকে একবার নিয়ে সাজালে পাওয়া যায় : ab, ba, ac, ca, bc, cb. তাহলে দেখা যাচ্ছে যে, তিনটি অক্ষর হতে দুইটিকে একবারে নিয়ে ছয় রকমে সাজানো যায়। অর্থাৎ এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 6.

আবার, সবগুলি একবারে নিয়ে সাজালে পাওয়া যায় : abc, acb, bca, bac, cab, cba, অর্থাৎ এ ক্ষেত্রেও বিন্যাস সংখ্যা = 6.

a, b, c অক্ষরগুলির দুইটি করে একবারে নিয়ে ক্রম নির্বিশেষে ab, ac, bc এই তিনটি সমাবেশ গঠন করা যায়। অর্থাৎ এ ক্ষেত্রে সমাবেশ সংখ্যা = 3. মনে রাখতে হবে যে, সমাবেশ ক্রমের উপর নির্ভর করে না বলে a ও b এর কোনটি আগে কোনটি পরে এই প্রশ্ন উঠে না, সেজন্য ab ও ba অভিন্ন সমাবেশ। অর্থাৎ a ও b একসাথে নিয়ে কেবল একটি দলই গঠন করা যায়। আবার তিনটি অক্ষরকে একত্রে নিয়ে একটি মাত্র সমাবেশ (abc) গঠন করা যায়।

অর্থাৎ এক্ষেত্রে সমাবেশের সংখ্যা = 1।

1.5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x