মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য কি?

মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য নিচে দেওয়া হলো–
মৌলিক রাশি
  • যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না কিন্তু অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে।
  • মৌলিক রাশি স্বাধীন বা নিরপেক্ষ।
  • মৌলিক রাশি সাতটি।
  • মৌলিক রাশির উদাহরণ হলাে- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
লব্ধ রাশি

  • যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে।
  • লব্ধ রাশি স্বাধীন নয়।
  • লব্ধ রাশি অসংখ্য।
  • লব্ধ রাশির উদাহরণ হলাে- বল, ত্বরণ, ঘনত্ব ইত্যাদি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *