সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না- এ ব্যাপারে করণীয় কী?

সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না – এ সমস্যা থেকে সমাধান পেতে যা যা করতে হবে তা নিচে দেয়া হলোঃ
১.  সিস্টেমটি বন্ধ করুন এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার ক্যাবলটি খুলে ফেলুন।
২.  স্লট থেকে সকল র‌্যাম (RAM) সরিয়ে ফেলুন।
৩.  একটি ইরেজার দিয়ে র‌্যাম-এর কানেক্টরগুলোকে ঘষে পরিস্কার করুন।
৪.  শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র‌্যাম স্লটকে পরিষ্কার করুন।
৫.  র‌্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করুন এবং কোন beep সাউন্ড হয় কিনা খেয়াল করুন।
৬.  যদি beep সাউন্ড শুনতে পান তবে কম্পিউটার বন্ধ করে র‌্যাম ইন্সটল করে কম্পিউটারটি চালু করুন।
৭.  যদি কোনো beep সাউন্ড না হয় তবে বুঝতে হবে র‌্যামটি সমস্যাযুক্ত।
৮.  এবার Display না আসলে নতুন র‌্যাম লাগাতে হবে।
৯.  র‌্যামকে পরিবর্তন করে আবার চেক করুন। ৫০% ক্ষেত্রে Display না হওয়ার কারণ র‌্যাম এর সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *