পড়াশোনা

দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং আকার বা ব্যবর্তন পীড়ন কাকে বলে?

0 min read

দৈর্ঘ্য পীড়ন : দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে।

আয়তন পীড়ন : আয়তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে আয়তন পীড়ন বলে।

আকার বা ব্যবর্তন পীড়ন : আকার বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে স্পর্শীনী বল ক্রিয়াশীল হয় তাকে আকার পীড়ন বলে।

4.8/5 - (20 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x