ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System) কি?

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (ডিবিএমএস) হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য একসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। তথ্য ব্যবস্থাপনাকে সুন্দর ও কার্যোপযোগী করে তুলতে পারে DBMS। ডিবিএমএস-এর প্রধান তিনটি কাজ হচ্ছে–

১. ডেটাবেজ সৃজন,

২. ডেটাবেজ ইন্টারোগেশন এবং

৩. ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা–

১. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ (Client Server Database)

২. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ (Distributed Database)

৩. ওয়েব এনাবল ডেটাবেজ (Web enable Database)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *