Modal Ad Example
পড়াশোনা

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১. আবু জাফর ওবায়দুল্লাহ কবে জন্মগ্রহণ করেন?

উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।

প্রশ্ন-৩. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি গদ্যছন্দে রচিত।

প্রশ্ন-৪. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘কিংবদন্তি’ শব্দের অর্থ জনশ্রুতি।

প্রশ্ন-৫. ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি কীসের প্রতীক?

উত্তর : ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি ঐতিহ্যের প্রতীক।

প্রশ্ন-৬. কে কবি এবং কবিতার কথা বলতেন?

উত্তর : কবির পূর্বপুরুষ কবি এবং কবিতার কথা বলতেন।

প্রশ্ন-৭. প্রবহমান নদী কাকে পুরস্কৃত করে?

উত্তর : যে মৎস্য লালন করে তাকে প্রবাহমান নদী পুরস্কৃত করে।

প্রশ্ন-৮. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?

উত্তর : যে গাভির পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।

প্রশ্ন-৯. ‘অভিনবত্ব’ কী নির্মাণের শর্ত?

উত্তর : ‘অভিনবত্ব’ চিত্রকল্প নির্মাণের শর্ত।

প্রশ্ন-১০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পলিমাটিতে কী ছিল?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পলিমাটিতে সৌরভ ছিল।

প্রশ্ন-১১. কে নদীতে ভেসে থাকতে পারে না?

উত্তর : যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভেসে থাকতে পারে না।

প্রশ্ন-১২. কবি পূর্বপুরুষদের মতো কোন কথা বলার প্রত্যাশা করেছেন?

উত্তর : কবি পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলার চেষ্টা করেছেন।

 

 

প্রশ্ন-১৩. আমাদের সন্তানেরা কোথায় শুয়ে ঐতিহ্যের গল্প শোনে?

উত্তর : আমাদের সন্তানেরা মায়ের কোলে শুয়ে ঐতিহ্যের গল্প শোনে।

প্রশ্ন-১৪. কর্ষিত জমির কোনটি কবিতা?

উত্তর : কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

প্রশ্ন-১৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কারা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় মায়ের ছেলেরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

প্রশ্ন-১৬. কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে কী ধরে রাখতে পারে না?

উত্তর : কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না।

প্রশ্ন-১৭. কবির পূর্বপুরুষেরা অন্যের অধীনে কীভাবে জীবন ধারণ করতেন?

উত্তর : কবির পূর্বপুরুষেরা অন্যের অধীনে ক্রীতদাসের মতো জীবন ধারণ করতেন।

প্রশ্ন-১৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষরা কোন ধরনের জমি আবাদের কথা বলতেন?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষরা পতিত জমি আবাদের কথা বলতেন।

প্রশ্ন-১৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষেরা কোন পাহাড়ের কথা বলতেন?

উত্তর : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষেরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।

প্রশ্ন-২০. জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কী?

উত্তর : জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা।

প্রশ্ন-২১. কবিতায় প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?

উত্তর : কবিতায় প্রবহমান নদী ‘যে সাঁতার জানে না’ তাকে ভাসিয়ে রাখে।

প্রশ্ন-২২. কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?

উত্তর : কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।

প্রশ্ন-২৩. কবি কার মৃত্যুর কথা বলেছেন?

উত্তর : কবি তাঁর গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন।

প্রশ্ন-২৪. কবির প্রত্যাশিত মুক্তির প্রতীক কী?

উত্তর : কবির প্রত্যাশিত মুক্তির প্রতীক কবিতা।

প্রশ্ন-২৫. কবির কণ্ঠে উচ্চারিত সত্য কীসের মতো?

উত্তর : কবির কণ্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো।

4.8/5 - (20 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x