তথ্য অধিকার কি? দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ভূমিকা কি?

রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হলো তথ্য অধিকার

দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ভূমিকা : দুর্নীতি করা হয় গোপনে। কারণ কোনো সমাজেই দুর্নীতিকে প্রশয় দেয় না। তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য প্রাপ্তি সহজতর হয়েছে। কেননা, কোনো একটি প্রতিষ্ঠানের দাপ্তরিক ও কাঠামোগত ও অভ্যন্তরীণ কার্যক্রম প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জনগণ সহজেই জানতে পারছে। ফলে উক্ত প্রতিষ্ঠানে কখন কী হচ্ছে, করণীয় যাবতীয় কার্যক্রম জানার সুযোগ থাকায়, কর্তৃপক্ষ জবাবদিহীতা করতে হয়। যা তথ্য অধিকার আইনের একটি ফলপ্রসূ।

এছাড়াও আজকাল ই-টেন্ডারিংয়ের মাধ্যমে দুর্নীতি করার সুযোগ কমে গেছে। তথ্য অধিকার আইনে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো চুক্তি, তথ্য-উপাত্ত, আদেশ, বিজ্ঞপ্তি, হিসাব বিবরণী, সকল তথ্য সমূহ জনগণের সামনে উপস্থাপন করতে বাধ্য থাকায় ঐ প্রতিষ্ঠান কোনো ধরনের কারচুপি ও দুর্নীতি করতে সাহস পায় না। তাই বলা যায়, দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ভূমিকা অপরিহার্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *