পড়াশোনা
1 min read

কার্ড রিডার (Card reader) কাকে বলে? কার্ড রিডার এর কাজ কি?

মেমোরি কার্ড সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করার সুযোগ না থাকলেও এক ধরনের ডিভাইসের সাহায্যে মেমোরি কার্ডকে কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায়। এ ডিভাইসকে  (Card reader) বলে। কার্ড রিডার কম্পিউটারের সাথে USB পোর্টের মাধ্যমে সংযুক্ত করা যায়। বর্তমানে বিভিন্ন আকারের ও ডিজাইনের কার্ড রিডার পাওয়া যায়।

কার্ড রিডার এর কাজ

কার্ড রিডার সাধারণত মেমরি কার্ডকে কম্পিউটার/বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে ব্যবহার করা হয়। আপনার মোবাইলে যেমন মেমরি কার্ড লাগিয়ে ব্যবহার  করেন,  এই মেমরি কার্ড সমূহ যদি কম্পিউটার বা অন্য  কোনো ডিভাইসে ব্যবহার করতে হয় তাহলে কার্ডরিডারের সাহায্য নিতে হবে। কার্ড রিডার এর মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ১০০০+ টাকা  আছে। কম্পিউটারে ডাটা ট্যান্সফার করার জন্য মোটামুটি স্পিড পেতে নূন্যতম  ৮০ টাকা মূল্যের কার্ড রিডার ব্যবহার করতে হবে। 

5/5 - (1 vote)