Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) জীববিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. কোনটি মিথোজীবী প্রজাতি?

ক. Hydra vulgaris

খ. Hydra oligactis

গ. hydra gangetica

ঘ. Chlorohydra viridssima

২. হাইপোস্টোম কর্ষিকার সংখ্যা কত?

ক. ২–৪টি খ. ৩–৫টি

গ. ৫–৮টি ঘ. ৬–১০টি

৩. হাইড্রা কত স্তরবিশিষ্ট প্রাণী?

ক. এক স্তর খ. দুই স্তর

গ. তিন স্তর ঘ. চার স্তর

৪. হাইড্রার নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়?

ক. দেহকাণ্ডে

খ. কর্ষিকায়

গ. হাইপোস্টোমে

ঘ. পাদচাকতিতে

৫. হাইড্রার ধীরগতির চলন কোনটি?

ক. লুপিং খ. গ্লাইডিং

গ. সমারসল্টিং  ঘ. সাঁতার

৬. হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি?

ক. জাইগোট→ ব্লাস্টুলা→ মরুলা→ গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা→ পূর্ণাঙ্গ

খ. জাইগোট→ গ্যাস্ট্রুলা→ মরুলা→ হাইড্রুলা→ ব্লাস্টুলা→ পূর্ণাঙ্গ

গ. জাইগোট→ মরুলা→ ব্লাস্টুলা→ গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা→ পূর্ণাঙ্গ

ঘ. জাইগোট→ গ্যাস্ট্রুলা→ মরুলা→ হাইড্রুলা→ ব্লাস্টুলা→ পূর্ণাঙ্গ

৭. ঘাসফড়িংয়ের মস্তকে ওসেলাস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি  ঘ. ৫টি

৮. ঘাসফড়িংয়ের মুখে ম্যাক্সিলার সংখ্যা কয়টি?

ক. একটি

খ. এক জোড়া

গ. তিনটি

ঘ. তিন জোড়া

৯. গ্যাস্ট্রিক গ্রন্থির আকৃতি কী রূপ?

ক. গোলাকৃতির  খ. কোণাকৃতির

গ. ডিম্বাকৃতির ঘ. ষড়ভূজাকৃতির

১০. ল্যাবিয়াল পা কত সন্ধিবিশিষ্ট?

ক. এক  খ. দুই

গ. তিন  ঘ. চার

১১. ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠবিশিষ্ট?

ক. ৩  খ. ৫

গ. ৭  ঘ. ৯

১২. উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?

ক. সম্পূর্ণ  খ. স্পষ্ট

গ. অস্পষ্ট  ঘ. ঝাপসা

১৩. মৎস্যখনি কোন নদীকে বলা হয়?

ক. পদ্মা  খ. পশুর

গ. হালদা  ঘ. রূপসা

১৪. রুই মাছের চলন অঙ্গ কোনটি?

ক. পৃষ্ঠীয় পাখনা

খ. বক্ষ পাখনা

গ. পুচ্ছ পাখনা

ঘ. শ্রোণি পাখনা

১৫.Labeo Rohita–র আঁশের কেন্দ্রকে কী বলে?

ক. সারকুলি  খ. অ্যানুলি

গ. ফোকাস  ঘ. ক্রোমাটোফোর

১৬. রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

ক. প্রোটোসার্কাল

খ. হেটারোসার্কাল

গ. ডিভাইসার্কাল

ঘ. হোমোসার্কাল

১৭. রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ কোনটি?

ক. অলিন্দ

খ. নিলয়

গ. পেরিকার্ডিয়াল সাইনাস

ঘ. সাইনাস ভেনেসাস

১৮. রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ কোনটি?

ক. অলিন্দ

খ. পেরিকার্ডিয়াল সাইনাস

গ. নিলয়

ঘ. সাইনাস ভেনেসাস

১৯. রুই মাছ গলবিলে চোষণ বলের সৃষ্টি করে—

i. কানকো দুটি উত্তোলনের জন্য

ii. মৌখিক কপাটিকা খোলার জন্য

iii. পানি মুখগহ্বরে প্রবেশের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২০. ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার সূক্ষ্মতম শাখা হলো ট্রাকিওল। এটি—

i. এক মাইক্রন ব্যাসার্ধবিশিষ্ট

ii. দেহকোষে O2 সরবরাহ করে

iii. দেহস্থ CO2 ফিরিয়ে নিয়ে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২১. ঘাসফড়িংয়ের কর্নিয়া—

i. ওমাটিডিয়ামের ভেতর আলো প্রবেশে সাহায্য করে

ii. আলো প্রতিফলিত হয়ে দূরে যেতে বাধা দেয়

iii. পুঞ্জাক্ষির আলোকে প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২২.হাইড্রার যৌন জননের ধাপসমূহ—

i. গ্যামেটোজেনেসিস

ii. নিষেক

iii. পরিস্ফুটন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩. ভারসাম্য রক্ষা ছাড়া রুই মাছের বায়ুথলি কাজ করে—

i. শ্রবণ ও শব্দ তৈরির অঙ্গ হিসেবে

ii. খাদ্য পরিপাকের অঙ্গ হিসেবে

iii. শ্বসন ও সংবেদী অঙ্গ হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

চিত্রটি দেখে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

 

২৫. চিত্রটির ক্ষেত্রে বলা যায়—

 

i. এটি মাঝারি আকৃতির নেমাটোসিস্ট

ii. এতে তিন সারি বার্বিউল বিদ্যমান

iii. এতে তিনটি বার্ব বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৬. হিপনোটক্সিনে উপস্থিত থাকে—

i. ফেনল ii. লিপিড iii. প্রোটিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

ঘাসফড়িংয়ের জীবনচক্রের দুটি দশা নিম্নরূপ:

X= কিছু সময়ের জন্য ভ্রূণীয় বর্ধন থেমে থাকা।

Y= শস্যজাতীয় খাদ্য খেতে দ্রুত বেড়ে ওঠা।

২৭. ঘাসফড়িংয়ে Y দশায় আবরণ কী রূপ?

ক. নমনীয়

খ. অস্থিতিস্থাপক

গ. স্থিতিস্থাপক

ঘ. প্রসারণক্ষম

২৮. ঘাসফড়িংয়ে X দশার কারণ—

i. বাইরের পরিবেশের ঠান্ডা

ii. খাদ্যের অপ্রতুলতা

iii. ডিমের আবরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

 

২৯. উদ্দীপকের B অংশের নাম কী?

ক. ফোকাস

খ. সার্কুলি

গ. অগ্রক্ষেত্র

ঘ. পশ্চাৎক্ষেত্র

৩০. উদ্দীপকটির ক্ষেত্রে বলা যায়—

i. B অংশ দ্বারা মাছের বয়স নির্ণয় করা যায়

ii. এটি দ্বারা মাছের দেহ আবৃত থাকে

iii. এর ভেতর চারটি ফুলকা থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩১. কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের মতো কাঁটাযুক্ত?

ক. পেনিট্র্যান্ট

খ. ভলভেন্ট

গ. স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট

ঘ. স্টোরিওলিন গ্লুটিন্যান্ট

৩২. হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়—

i. বহিঃত্বকে

ii. মেসোগ্লিয়ায়

iii. অন্তঃত্বকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত পাখনা জোড়াকে কী বলে?

ক. শ্রেণি পাখনা

খ. পায়ু পাখনা

গ. পুচ্ছ পাখনা

ঘ. বক্ষ পাখনা

৩৪. ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ? 

ক. ম্যান্ডিবল

খ. ল্যাব্রাম

গ. ম্যাক্সিলা

ঘ. ল্যাবিয়াম

৩৫. অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?

ক. লার্ভা

খ. নিম্ফ

গ. ইমাগো

ঘ. পিউপা

৩৬. কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না?

ক. নিডোসাইট

খ. স্নায়ুকোষ

গ. সংবেদকোষ

ঘ. গ্রন্থিকোষ

৩৭. কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে?

ক. টিনিডিয়া

খ. পেরিট্রিম

গ. ইন্টিমা

ঘ. অপারকুলাম

৩৮. রুই মাছের বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করে কোনটি?

ক. প্যারাইটাল

খ. সাবক্ল্যাভিয়ান

গ. ইলিয়াক

ঘ. রেনাল

৩৯. রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস হলো—

i. অক্সিজেন

ii. হাইড্রোজেন

iii. কার্বন ডাই-অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪০. কোনটি হাইড্রাতে পরিলক্ষিত হয়?

ক. মেসোগ্লিয়া

খ. হিমোসিল

গ. স্ক্লেরাইট

ঘ. মায়োফাইব্রিল

উত্তর :–

১.ঘ; ২.ঘ; ৩.খ; ৪.খ; ৫.খ; ৬.গ; ৭.খ; ৮.খ; ৯.খ; ১০.গ; ১১.গ; ১২.খ; ১৩.গ; ১৪.গ; ১৫.গ; ১৬.ঘ; ১৭.ঘ; ১৮.ক; ১৯.ঘ; ২০.গ; ২১.ক; ২২.ঘ; ২৩.খ; ২৪.ক; ২৫.গ; ২৬.খ; ২৭.খ; ২৮.ক; ২৯.ক; ৩০.ক; ৩১.গ; ৩২.খ; ৩৩.ঘ; ৩৪.গ; ৩৫.খ; ৩৬.ক; ৩৭.খ; ৩৮.খ; ৩৯.খ; ৪০.ক;

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x