চাহিদার স্থিতিস্থাপকতা কি
চাহিদাবিধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থনীতিতে সাধারণত একটি চলকের পরিবর্তন হলে তার প্রভাব অন্য চলকের উপর পরিলক্ষিত হয়। চাহিদার স্থিতিস্থাপকতা প্রকাশ করে- স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের কি পরিমাণ পরিবর্তন ঘটে।
বিবেচ্য কোন একটি স্বাধীন চলকের শতকরা পরিবর্তন হলে নির্ভরশীল চলকের কি হারে পরিবর্তন হয় এ দু’য়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা একটা আপেক্ষিক বা তুলনামূলক ধারণা। তাই বলা যায়, কোন একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এ দু’য়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। সূত্রানুসারে,
চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র |
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, দামের পরিবর্তনে চাহিদার যে পরিবর্তন হয় তা ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন মাত্রা ধারণ করে।