৭ম শ্রেণির কৃষি শিক্ষা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. নবান্ন উৎসব কাকে বলে?
উত্তর : ধান কাটা উপলক্ষে আয়োজিত উৎসবকে নবান্ন উৎসব বলে।

প্রশ্ন-২. কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কী?
উত্তর : কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা।

প্রশ্ন-৩. ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম কি?
উত্তর : ‘খাকি ক্যাম্বেল’ জাতের হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয়।

প্রশ্ন-৪. আঁশ ফসল কাকে বলে?
উত্তর : যেসব ফসল থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় তাকে আঁশ ফসল বলে।

প্রশ্ন-৫. সুস্বাস্থ্যের প্রথম শর্ত কী?

উত্তর : সুস্বাস্থ্যের প্রথম শর্ত হলো সুষম পুষ্টি।

প্রশ্ন-৬. ঔষধি গাছ কাকে বলে?
উত্তর : যেসব গাছ থেকে ওষুধ তৈরি করা হয় সেগুলোকে ঔষধি গাছ বলে। 

প্রশ্ন-৭. বাংলাদেশের জলবায়ু কেমন?

উত্তর : বাংলাদেশের জলবায়ু নাতিশীতোঞ্চ।

প্রশ্ন-৮. খরিপ ফসল কাকে বলে?

উত্তর : যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের পুরো বা অধিক সময় খরিপ মৌসুমে হয় তাদেরকে খরিপ ফসল বলে।

প্রশ্ন-৯. কৃষি আবহাওয়া কি?

উত্তর : কৃষি আবহাওয়া হলো কোনো স্থানের কৃষিজ উৎপাদনে দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *