ডেটাবেজে ডেটার নিরাপত্তা রক্ষার জন্য ডেটা এনক্রিপ্ট করার প্রয়ােজন হয়। কারণ মাল্টিইউজার পরিবেশে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অনেক হ্যাকার ডেটা বিকৃত করতে পারে, সেজন্য ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। এনক্রিপ্ট করা ডেটা অন্য কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না, যদি না সে ডেটাকে ডিসাইফার কোড বা ডিক্রিপ্ট করার নিয়ম না জানে।
Offcanvas menu