ইদগাম কাকে বলে? ইদগাম কত প্রকার ও কি কি?

ইদগাম অর্থ মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পর ইদগামের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ঐ হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। ইদগামের হরফ ৬টি। যথা:- ي – ر – م – ل – و – ن

ইদগাম দুই প্রকার। যথা– ১. গুন্নাহসহ ইদগাম, ২. গুন্নাহ ছাড়া ইদগাম

নুন সাকিন বা তানবিনের পর ইদগাম : নুন সাকিন অথবা তানবীনকে তাদের পরবর্তী হরফের সঙ্গে এমনভাবে মিলানো যে, উভয়টি দ্বিতীয় হরফ জাতীয় এক হরফে রূপান্তরিত হবে। যেমন من يفعل এখানে من এর নুন সাকিনকে يفعل এর ইয়া-এর সঙ্গে মিলিয়ে পড়লে নুন সাকিন ইয়া-তে প্রবেশ করে ইয়া-তে পরিণত এবং দুই হরফ মিলে এক হরফে (অর্থাৎ ইয়াতে) রূপান্তরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *