মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কাকে বলে?
মৌলিক পদার্থ : যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে ঐ পদার্থের অণু ব্যতীত অন্য কোন পদার্থের অণু পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা ১১৯টি। যেমনঃ অক্সিজেন (O), সোডিয়াম (Na) ইত্যাদি।
যৌগিক পদার্থ : যেসব বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমনঃ পানি (H2O)। পানি হলো অক্সিজেন (O) ও হাইড্রোজেন (H) এর সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ।