নিকাশ ঘর কী? অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব লিখ।

নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত হিসাবের নিষ্পত্তি করে।

 

অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব লিখ।

আধুনিক অর্থনীতিতে ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করার যেসব প্রক্রিয়া ও কৌশল অবলম্বন করা হচ্ছে তার মধ্যে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং অন্যতম। এ ব্যাংকিং গ্রাহকদের জন্য অনেক সুযোগ-সুবিধার সৃষ্টি করেছে। প্রচলিত ব্যাংকিং সুবিধা কেবল কার্যদিবসের নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ ছিল এবং এক শাখা থেকে অন্য শাখায় অর্থ পেতে অনেক সময় লাগত। কিন্তু অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং-এর আওতায় দিনের ২৪ ঘণ্টাই সেবা পাওয়া সম্ভব। তাছাড়া এক শাখা থেকে অন্য শাখায় অর্থ স্থানান্তর মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্ভব। গ্রাহকরা ব্যাংকের যে কোনো শাখা থেকে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে।

এর ফলে সময়ের অপচয় কম হয়, অর্থের অপচয় কম হয় এবং ব্যবসায়ের গতিশীলতা বাড়ে। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে যে কোনো ইউটিলিটি বিল পরিশোধ, বাস-ট্রেনের যাতায়াতের টিকিট ক্রয় করা সম্ভব। দূরবর্তী স্থানে অর্থ প্রেরণ ও উত্তোলন করা সম্ভব। এ ধরনের ব্যাংক ব্যবসায় প্রসারের ফলে গ্রামাঞ্চলের অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসের গুরুত্ব হ্রাস পায়। উচ্চ সুদের কষাঘাত থেকে গ্রামাঞ্চলের কৃষককুল রক্ষা পায়। তাছাড়া প্রবাসীদের পাঠানো অর্থ এ ব্যাংকিং সেবার আওতায় দ্রুত দেশে পৌঁছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *