অলিখিত সংবিধান কাকে বলে?

যে সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না, তাকে অলিখিত সংবিধান বলে।

এ ধরনের সংবিধান প্রথা ও রীতি-নীতিভিত্তিক। সাধারণত চিরাচরিত নিয়ম ও আচার-অনুষ্ঠানের ভিত্তিতে অলিখিত সংবিধান গড়ে ওঠে। যেমন: ব্রিটেনের সংবিধান। তবে একথা সত্য যে, কোনো সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত নয়। মূলত যে সংবিধানের অধিকাংশ বিষয় অলিখিত থাকে, তাকে অলিখিত সংবিধান বলা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *