সংযোজন বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়?

যে বিক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক যৌগ বা মৌল পরস্পর যুক্ত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়?

এসিড ও ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলে। সাধারণত প্রশমন বিক্রিয়ায় এসিডের H+ ও ক্ষারকের OH পরস্পর যুক্ত হয়ে H₂O গঠন করে। অন্যান্য ধাতব ও অধাতব আয়নসমূহ দ্রবণে আয়ন হিসেবেই বিদ্যমান থাকে। অর্থাৎ তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই প্রশমন বিক্রিয়া রিডক্স বিক্রিয়া নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *